ইতালিতে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল ছাড়িয়ে গেলো চীনকেও

- আপডেট সময় : ১২:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কোন ব্যবস্থাতেই থামছে না ইতালিতে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৪২৭ জনের মৃত্যুতে ছাড়িয়ে গেলো চীনকেও। দেশটিতে এ নিয়ে মারা গেলেন ৩ হাজার ৪০৫ জন। আর ভাইরাসটির উৎপত্তি চীনে প্রাণহানি হয়েছে ৩ হাজার ২৪৮ জন।
চীনের দেয়া তথ্য অনুযায়ি শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে একজনও মারা যায়নি। বিদেশ ফিরত ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও দেশে কেউ সংক্রমিত হয়নি। তবে দেশটির দেয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। ইতালি আর চীনের পর সবচেয়ে বেশি মানুষ ১ হাজার ২৮৪ জন মারা গেছে ইরানে। দেশটিতে সংক্রমিত হয়েছে ১৮ হাজার ৪০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৭১০ জন। এদিকে, জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩২০ এবং মারা গেছে ৪৪ জন। যুক্তরাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ২৬৯ এবং মৃত্যু হয়েছে ১৪৪ জনের, নেদারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৬০ এবং মারা গেছেন ৭৬, ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৯৫ এবং মারা গেছে ৩৭২ জন। ইউরোপের পর এশিয়ায় নভেল করোনাভাইরাস বড় বিপর্যয় আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৩৯ মিলিয়ন মানুষকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে বিশ্বনেতাদের এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে ভাইরাসটির বিস্তার ঠেকানো না গেলে দুনিয়াজুড়ে কয়েক লাখ মানুষের প্রাণহানি হবে।