ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতা হলো না জুভেন্টাসের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতা হলো না জুভেন্টাসের। ফাইনালে লাতসিওর কাছে ৩-১ গোলে হেরেছে সিরি আ চ্যাম্পিয়নরা।
রিয়াদে কোপা ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। ১৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লুইস আলবার্তো। ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যর্থ হলেও সুযোগ কাজে লাগান পাওলো দিবালা। ৪৫ মিনিটে সমতা আনেন আর্জেন্টাইন তারকা। ৭৩ মিনিটে সেনাদ লুলিচের গোলে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাতসিওর। এরপর ইনজুরি সময়ে রড্রিগো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। পরের মিনিটেই ফ্রি-কিক থেকে গোলে ব্যবধান ৩-১ করেন দানিলো কাতালদি। তাতেই শিরোপা উৎসবে মাতে লাতসিওর।