ইতিহাস বিকৃতকারীদের মুখে মানবতার কথা মানায় না: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকান্ডে ওতপ্রতোভাবে জড়িত জিয়ারউর রহমান। তার নিদের্শেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকীতে আওয়ামী লীগের স্মরণসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস বিকৃতকারীদের মুখে মানবতার কথা মানায় না। জিয়াউর রহমানের হাত ধরেই দেশে জামায়াতের রাজনীতি শুরু হয় বলেও জানান শেখ হাসিনা। বিদেশীরা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করে আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বর্ননা দেন প্রধানমন্ত্রী। বলেন, এ দেশের মানুষের জীবনমান উন্ননয়নই ছিলো বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য।
১৫ আগস্টের ঘটনায় জিয়া জড়িত ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জয় বাংলা স্লোগান ও ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়। চলে ইতিহাস বিকৃতি।
জিয়ার হাত ধরে জামায়াতের রাজনীতি আর বিএনপির হাত ধরেই ভোট চুরি শুরু হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরে হত্যা ধর্ষণ, লুটপাটে জড়িত জামায়াত বিএনপিরই দোসর।
যারা ইতিহাস বিকৃত করেছে তাদের মুখে মানবতার কথা মানায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।