ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করেছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৮:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব মার্কিন সেনা। এ উপলক্ষ্যে হোয়াইট হাউসে বক্তৃতা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বক্তব্যে যুক্তরাষ্ট্রের শত্রুদের হুঁশিয়ারি দেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার শত্রুদের অবশ্যই চূড়ান্ত মূল্য দিতে হবে।’আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে নেয়ার প্রসঙ্গে বাইডেন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করেছে যুক্তরাষ্ট্র। কোনো জাতিই ইতিহাসে এমন কিছু করে দেখাতে পারেনি। সেনা প্রত্যাহারের জন্য সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, আফগান যুদ্ধের পরিধি আমেরিকার সরকার আর দীর্ঘ করতে চায় না। যুক্তরাষ্ট্র কূটনীতি ও সাহায্যের মাধ্যমে আফগানদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আফগান নারীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে। পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার।