ইনজুরি সমস্যার কারণেই এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
ইনজুরি সমস্যার কারণেই এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। তামিমের উপস্থিতি আর নাজমুল শান্ত, পুরো আসর খেলতে পারলে, ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। যদিও এশিয়া কাপের পারফরম্যান্স বিশ্বকাপে প্রভাব পড়বে না বলে এসএটিভিকে জানান তিনি। তবে, গুরুত্ব দিচ্ছেন বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজকে।
কথায় আছে যত গর্জে তত বর্ষে না। বাংলাদেশ ক্রিকেটের বেলাতেও যেন তাই। এ যেমন টাইগারদের এশিয়া কাপ। আগের আসরগুলোতে শুধু ভালো খেলার জন্য গেলেও এবারই প্রথম এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অংশ নেয় সাকিব-মুশফিকরা।
মাঠের পারফরম্যান্স যাচ্ছে তাই। আফগানিস্তান-ভারত ম্যাচ বাদে প্রত্যাশার পূরণ হয়নি কিছুই। আরও একটা আসর থেকে খালি হাতে ফিরেছে টাইগাররা। বিশ্বকাপের বছরে যা চিন্তার কারণ। তবে, ভিন্নমত বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের।
ব্যাটিং ব্যর্থতা স্পট সাবেক অধিনায়কের কাছে। সঙ্গে বড় আসরগুলোতে এক্সপেরিমেন্ট বিবেচনায় বিসিবিকে আরও মনোযোগী হবার আহবান বকিবুল হাসানের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ। সাকিব-মুশফিকরা না থাকলেও বিশ্বকাপ বিবেচনায় সিরিজটিকে গুরুত্ব দিচ্ছেন রকিবুল হাসান। ভারত বিশ্বকাপে ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দেন রকিবুল হাসান।