ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক অর্থনৈতিক বলয়ে বাংলাদেশকে চায় যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক নামের নতুন এক অর্থনৈতিক বলয়ে বাংলাদেশকে চায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশসহ তিনটি দেশকে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রসঙ্গটি আজ উত্থাপন করা হতে পারে। এই বৈঠকে রেবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে আলোচনায় এ বিষয়ে কথা হবে। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে বিনিয়োগ প্রসারিত করতে পোশাক শিল্পের ওপর থেকে ট্যাক্স তুলে নেয়ার জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হবে।
আগামী বুধবার থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে নিরাপত্তা সংলাপ। নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ফোর্সেস গোল-২০৩০ এর অধীনে অস্ত্র কেনার বিষয়ে সংলাপে আলোচনা হবে। এতে আরো তিনটি সেশনে আলোচনা হবে সন্ত্রাসবাদ দমন ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা এবং শান্তিরক্ষা নিয়ে।