ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দেশটিতে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
দেশটির আবহাওয়া বিভাগ সকালে এ খবর নিশ্চিত করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ১৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে। বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।