ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুলনার কলেজ ছাত্র খুনের মূল হোতা শান্তসহ তিন আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় বখাটেদের হাতে খুন হন খুলনার কলেজ ছাত্র আলিফ হোসেন। হুমকি দেয়ার ৪ দিন পর এই হত্যাকাণ্ড ঘটায় মূল হোতা শান্ত গাজী। গতকাল রাতে শান্তসহ তিন আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে ঢাকা সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গত ২৭ মার্চ স্থানীয় একটি ক্রীড়া অনুষ্ঠানে মেয়েদের উত্যক্ত করে স্থানীয় বখাটে শান্ত গাজী। ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে আলিফ হোসেন। তখনই আলিফকে দেখে নেয়ার হুমকি দেয় শান্ত। পরে, ৩১ মার্চ শান্ত গাজীর পরিকল্পনায় সাব্বিরের নির্দেশে ধারালো ছুরি দিয়ে আলিফ হোসেনকে আঘাত করে ফরাজী। গতকাল রাতে সাভার আশুলিয়া থেকে ৩ জনকে গ্রেফতার করে সিআইডি। এ ঘটনায় অভিযুক্ত আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সিআইডি।