ইমামতির আড়ালে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতেন হুজি নেতা মুফতি শফিকুল
- আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ইমামতির আড়ালে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতেন হুজি নেতা মুফতি শফিকুল ইসলাম। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ২০০৮ সালের পর থেকে আব্দুল করিম নাম পরিবর্তন করে নরসিংদী ও ভৈরবের একাধিক মাদ্রাসায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করেন এই জঙ্গি নেতা। সাম্প্রদায়িক উগ্রবাদ থেকে রমনার বটমূলে বোমা হামলা করা হয় বলেও স্বীকার করেন হরকাতুল জিহাদের এই সাবেক আমীর।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা ১৪০৮ বঙ্গাব্দ। বর্ষবরণ উপলক্ষ্যে রমনার বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান বোমা হামলায় নিহত হন ১০ জন।
২০১৪ সালে এ মামলায় রেবের হাতে গ্রেপ্তার মুফতি শফিকুল সহ ৮ জনের মৃত্যুদন্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।
২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই শফিকুল।
এছাড়াও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিরবিয়া হত্যা মামলারও আসামী তিনি। তার বিরুদ্ধে ভৈরব থানায় রয়েছে ৬টি গ্রেফতারী পরোয়ানা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব থেকে রমনা বটমূলে বোমা হামলা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার দন্ডিত আসামী হুজি নেতা মুফতি শফিকুলকে গ্রেফতার করে রেব।
গ্রেফতার এড়াতে ছদ্মনাম ব্যবহার করেন তিনি। পাশপাশি ধর্মীয় উস্কানিমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন শফিকুল।
এদিকে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধক রেখে স্যোসাল ইসলামী ব্যাংক থেকে ১৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার জালিয়াতি চক্রের মূল হোতা গোলাম ফারুক ও তার সহযোগীক ফিরোজকে গ্রেফতার করেছে রেব।
আর এ ঘটনায় সন্তোষ জানান ভূক্তভোগীরা ।