ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীরা আফগানিস্তানে ঢুকছে: পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীরা ‘সক্রিয়ভাবে’ আফগানিস্তানে ঢুকছে। স্থানীয় সময় গতকাল বুধবার নিরাপত্তা বিভাগের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
তিনি আরও বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সহজ নয়। পুতিন সতর্ক করে বলেন, সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে। এমনকি তারা সরাসরি হামলাও চালাতে পারে। আফগানিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী হিসেবে ঢুকতে পারে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই অস্থিতিশীলতা চলছে মধ্য এশিয়ায়। এ নিয়ে বেশ উদ্বিগ্ন রাশিয়া। কারণ, এ অঞ্চলের একাধিক দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে।