ইরাক প্রবাসী মোসলেমকে আটকে মুক্তিপণ আদায় চক্রের ৮জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ইরাকে মোসলেম মোল্লা নামের এক প্রবাসীকে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকার পুলিশ সুপার কুদরত ই খুদা।
জীবন আর জীবিকার তাগিদে ২০১৬ সালে ইরাকে পাড়ি জমান ঢাকার নবাবগঞ্জের মোসলেম মোল্লা। ২০২১ সালে ইরাকে চাকরি হারালে সেলিম মিয়া চাকরি দেয়ার প্রলোভনে তাকে নিয়ে মাসের পর মাস নির্যাতন চালায়। ইমো’র মাধ্যমে নির্যাতনের ভিডিও স্বজনদেরকে দেখিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠাতে দেয়া হয় ১২টি বিকাশ নাম্বার।
মোসলেমের স্বজনরা ৬ লাখ টাকা দিলেও, তাকে ছেড়ে না দেয়ায়, ঢাকার নবাবগঞ্জ থানায় মামলা করে তার মা।
এরই মাঝে সুযোগ পেয়ে দৃর্বৃত্তদের হাত থেকে পালিয়ে দেশে ফিরে আসেন মোসলেম।
মামলার পর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই।
পিবিআইর সংবাদ সম্মেলনে ইরাকে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেন মোসলেম মোল্লা।
ঢাকা জেলা পিবিআই পুলিশ সুপার তুলে ধরেন নির্যাতনকারীদের গ্রেফতারের তথ্যাদি।
তিনি জানান, প্রবাসে বেকার যুবকদের চারকি দেয়ার প্রলোভনে জিম্মায় নিয়ে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতো চক্রটি।
ঘটনায় ইরাকে জড়িতদের শনাক্ত করা হয়ছে বলে ও জানান কুদরত-ই-খুদা