ইরাকে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইরাকে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত মাসে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর গেল বৃহস্পতিবার সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াহতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ২৫ জন নিহত হন। আহত হন আরও প্রায় ৪০ জন। একই দিন বাগদাদে আরও ৪ আন্দোলনকারী নিহত হন। এছাড়া নাজাফ শহরে নিহত হন ১১ জন। গেল ১ অক্টোবর চাকরি, দুর্নীতি বন্ধ এবং নাগরিক সেবার উন্নতির দাবিতে বাগদাদে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরাকের এই সরকারবিরোধী বিক্ষোভে এপর্যন্ত ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।