ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে দেশটির বাইরে থেকে ছোড়া এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। উত্তরাঞ্চলীয় ভূখণ্ডের রাজধানী ইরবিলে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন কুর্দি কর্মকর্তারা। তবে, তাঁদের দাবি—হামলায় কেউ হতাহত হয়নি।
ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে—কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, কনস্যুলেট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা- মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এরবিল বিমান বন্দরে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ।