ইরাকের ২১টি ওষুধ ও মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে করা একটি মামলা পুনরায় সচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ২১টি ওষুধ ও মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে করা একটি মামলা পুনরায় সচল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আপিল আদালতের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া শাখার এক আদেশে সচল করা হয় মামলাটি। মামলার অভিযোগে বলা হয়, চলতি শতকের প্রথম দশকে যখন ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছিল, সেসময় ২০০৩ সালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনসহ ২১টি কোম্পানি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে স্বল্প মূল্যে ক্যান্সার চিকিৎসার উপকরণ, হোমোফিলিয়া ইঞ্জেকশন, আলট্রাসাউন্ডস, ইলেকট্রোকার্ডিয়োগ্রাম মেশিনসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ বিক্রি করেছিল। কোম্পানীগুলোর মধ্যে আছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনসহ ২১টি প্রতিষ্ঠান।