ইরান সামরিক মহড়ার শেষ দিনে ইসরায়েলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়েছে
- আপডেট সময় : ১২:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইরান সামরিক মহড়ার শেষ দিনে ইসরায়েলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়েছে। একইসাথে ইসরায়েলকে হুমকি দিয়ে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরায়েল হামলা চালানোর মতো ‘ভুল’ করলে তাদের হাত কেটে নেয়া হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মেহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে হুমকি দিয়েছে তার জবাব দিতে পাঁচদিনের সামরিক মহড়া সাজানো হয়। এসময় তিনি বলেন, মহড়াতে ১৬টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধ্বংস করে দিয়েছে। ইরানের দক্ষিণে অবস্থিত বুশেহর অঞ্চলে মহানবী হযরত মুহাম্মদ সা. এর নামে পয়গম্বর-ই-আযম নামে পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ইরানের পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে।