ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না : জো বাইডেন
- আপডেট সময় : ০২:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার ও সন্ত্রাস-বিরোধী যুদ্ধের অগ্রপথিক জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার অপরাধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
তিনি বলেছেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান।জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে এ অঞ্চলের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনার যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলো করেছিল তা নস্যাৎ করে দিতে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছিলেন।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, একটি ন্যায়ভিত্তিক আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করার চেষ্টা চালিয়ে যাবে তার দেশ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও ইরানের পরমাণু সমঝোতায় তার দেশকে ফিরিয়ে আনার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে তার প্রশাসনের এ প্রস্তুতির কথা জানান।
একই সঙ্গে বাইডেন দাবি করেন, তিনি ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না। বলেন, ইউক্রেনে ‘পাশবিক ও অপ্রয়োজনীয় যুদ্ধ’র মধ্যদিয়ে জাতিসংঘ সনদের মূল নীতির লঙ্ঘন করেছে মস্কো। করোনা মহামারির কারণে প্রায় তিন বছর পর প্রথমবারের মতো বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষ কারণে অধিবেশনে যোগ দিচ্ছেন না। তাদের পরিবর্তে মন্ত্রীরা অধিবেশনে প্রতিনিধিত্ব করছেন।