ইরানে করোনায় সরকারিভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা প্রায় তিন গুণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইরানে করোনায় সরকারিভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা প্রায় তিন গুণ বলে এক প্রতিবেদনে দাবি করেছে বিবিসি। বিবিসির এক রিপোর্টে বলা হয়, সরকারি হিসেবেই ইরানে ২০ জুলাই পর্যন্ত কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যুর তথ্য রয়েছে।
অথচ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই সময় পর্যন্ত মাত্র ১৪ হাজার ৪০৫ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে। নথিতে ২০ জুলাই পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বলা হচ্ছে চার লাখ ৫১ হাজার ২৪ জন; যা একই সময় পর্যন্ত তেহরানের প্রকাশ করা দুই লাখ ৭৮ হাজার ৮২৭ রোগী শনাক্তের তথ্যের প্রায় দ্বিগুণ। ওই তালিকা ও নথি অনুযায়ী, ইরানে কোভিড-১৯ এ প্রথম মৃত্যু রেকর্ড করা হয় ২২ জানুয়ারি। অথচ শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি তাদের ভূখণ্ডের ভেতর প্রথম রোগী শনাক্তের কথা প্রকাশ করেছিল তার প্রায় একমাস পর।