ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গড়িয়েছে দ্বিতীয় পর্বে
- আপডেট সময় : ১০:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গড়িয়েছে দ্বিতীয় পর্বে । কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী ৫ জুলাই ফিরতি লড়াই হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে কম ভোটার উপস্থিতি।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪০ ভোট। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও বা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১০ লাখ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হলেও, শতকরা হিসেবে তিনি পেয়েছেন মোট গৃহিত ভোটের ৪২ দশমিক ৫৪ শতাংশ। ফলে রান অফে পড়েছে দেশটির নির্বাচনী কার্যক্রম। ভোটে বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি পেয়েছেন যথাক্রমে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৪০ এবং ২ লাখ ৬ হাজার ৩৯৭ ভোট। এ নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন ৬ কোটি ১০ লাখ। এর মধ্যে মোট ভোট দিয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ জন ভোটার।