ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেতে পারবেন না ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেতে পারবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব সংকান্ত প্রস্তাবের পক্ষে পড়ে ৫৫ ভোট। আর বিপক্ষে পড়ে ৪৫ ভোট। ফলে ১০ ভোটে বাতিল হয় ট্রাম্পের এককভাবে যুদ্ধের সিদ্ধান্তের ক্ষমতা। তবে সিনেটের এ সিদ্ধান্তের বিপক্ষে নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। আর তিনি যদি ভেটো দেন তাহলে এটি বাতিল করতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে। এদিকে, এই মাসে ভারত সফরে আসার কথা রয়েছে ট্রাম্পের। তার সফরের আগে কাশ্মীরের ইন্টারনেট বন্ধের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরকে আটকে রাখা বিষয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি দিয়েছেন শীর্ষ চার মার্কিন সিনেটর।