ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে ‘টাইম’ ম্যাগাজিন
- আপডেট সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিন এ বছর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে।
১৯২৭ সাল থেকে প্রতি বছর সমাজে বিভিন্নভাবে প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু বা উদ্যোগকে সম্মাননা জানাতে বর্ষসেরা ঘোষণা করে আসছে টাইম। পারসন অব দ্য ইয়ারের খেতাবকে প্রভাবের একটি মাপকাঠি ও বলা হয়। বিশ্বব্যাপী মানুষের জীবনে সবথেকে বেশি প্রভাব ফেলা ব্যক্তিত্বকেই টাইম ম্যাগাজিন প্রতিবছর পারসন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচন করে।
টাইম ম্যাগাজিনের এবছরের বর্ষসেরা মনোনীত হয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইলন মাস্ক শুধু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীই নয়, বর্তমান বিশ্বের অনুপ্রেরণাকারী ব্যক্তিও।
মাত্র ১২ বছর বয়সেই প্রথম কম্পিউটার গেইম ব্লাস্টার্স আবিষ্কার করে নিজের প্রতিভার জানান দেয় মাস্ক। ১৯৯৯ সালে একটি অনলাইন পেমেন্ট সিস্টেম পেপল চালু করে অনলাইন বিজনেস দুনিয়ায় পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্রতিষ্ঠা করেছেন স্পেসএক্স, টেসলা এর মত প্রতিষ্ঠান। গড়ে তুলেছেন নিজের প্রযুক্তি সাম্রাজ্য। বিশ্বের এই এক নম্বর ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমান ২৬৬ বিলিয়ন ডলার।
মানুষকে মহাশূন্য কিংবা অন্য গ্রহে বসবাসেরও স্বপ্ন দেখাচ্ছেন মাস্ক। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যৎ পৃথিবীতে তেলের বিকল্প হিসেবে ব্যাটারিচালিত যান চালুর যে পরিকল্পনা রয়েছে, তারও নেতৃত্ব দিচ্ছে মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানি টেসলা।