ইলিশ রক্ষা অভিযানে মাঝ নদীতে জেলেদের হামলা
- আপডেট সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৬০৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানের সময় মাঝ নদীতে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে দুই পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন এক এসআইসহ দুই ইউপি সদস্য।
মাঝ পদ্মায় নৌকায় অবস্থান করছে এক ওয়ারেন্টভুক্ত আসামি। একই সঙ্গে নিষিদ্ধ সময়ে ইলিশ নিধন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যান কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের এসআই নজরুলের নেতৃত্বে একটি টিম। এসময় পুলিশের ওপর হামলা চালায় আসামিরা।
এসময় আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে কুমারখালী থানা পুলিশের এএসআই সদরুল ও মুকুল নৌকা থেকে পড়ে পদ্মায় নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধার অভিধানে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে।
নিখোঁজদের উদ্ধারে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরী দল। দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরুর কথা জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তা।
নিখোঁজদের উদ্ধার ও প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার।
প্রতি বছর সরকারীভাবে পদ্মায় ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা হলেও একটি অসাধু চক্র জেলেদের সহায়তায় রাতের আঁধারে মাছ শিকার করে। মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে প্রতিদিনই অভিযান চলে বিভিন্ন এলাকায়।