ইলিয়াস আলী নিখোঁজ বিষয়ে নেত্র নিউজের সংবাদ পুরোপুরি ভিত্তিহীন : র্যাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
রেব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দাবি করেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ বিষয়ে নেত্র নিউজের সংবাদ পুরোপুরি ভিত্তিহীন।
রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মঈন জানান, বিএনপি’র এই নেতার সন্ধানে এখনো কাজ করে যাচ্ছে তারা। এ বিষয়ে ইলিয়াস আলীর পরিবারকে সব ধরনের সহায়তাও দেয়া হচ্ছে। সম্প্রতি সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজে দাবি করা হয়, ইলিয়াস আলীকে তুলে নেয়ার সাথে রেব জড়িত। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে, পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এরপরই নিখোঁজ হন তারা।