ইসরাইলী পরামর্শে ভারতে অমুসলিমদের নাগরিকত্বের আবেদন গ্রহণ শুরু
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কোভিড পরিস্থিতির মধ্যে ইসরাইলী পরামর্শে– ভারতে শুধু মুসলিম বাদে অন্য ধর্মের মানুষদের নাগরিকত্ব দেয়ার কাজ চলছে। এর আওতায় পাশ্ববর্তী তিন দেশের অমুসলিমদের নাগরিকত্বের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
নরেন্দ্র মোদি সরকারের এমন বিতর্কিত কাজে সমালোচনার ঝড় উঠলেও বিজেপি নেতারা যে কোনো মূল্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে সংকট আরও ঘণীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, ইহুদী, জৈন ও পারসি সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার নির্দেশনা জারি হয়েছে। ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই হু হু করে বাড়ছে। এর মধ্যেই কয়েক বছর আগের বিতর্কিত সিদ্ধান্ত এবার বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে নরেন্দ্র মোদি সরকার।