ইসরাইলের সঙ্গে সামরিক চুক্তি করতে যাচ্ছে গ্রিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইসরাইলের সঙ্গে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারের একটি সামরিক চুক্তি করতে যাচ্ছে গ্রিস। খুব শিগগির দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রী এ চুক্তিতে সই করবেন।
এ চুক্তির আওতায় ভূমধ্যসাগরীয় এলাকায় একটি বিমানঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষণ বিমান ক্রয় করা হবে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, ভূমধ্যসাগরীয় এলাকায় দুই দেশের নিরাপত্তা জোরদার করতে ২০ বছর মেয়াদি এ সামরিক চুক্তি করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য ফ্লাইট স্কুল ছাড়াও কেনা হবে ১০-এম ৩৪৬ মডেলের অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান।