ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার তিনি মধ্যপ্রাচ্যে সফর শুরু করবেন। এই সফরের শুরুতে তিনি ইসরায়েলে যাবেন। এরপরেই যাবেন সংযুক্ত আরব আমিরাতে।
গত ১৩ আগস্ট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির স্বাক্ষরের পর প্রথমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সফরে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, দু’দেশের এই শান্তিচুক্তির বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে ইরান এবং চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে কথিত যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবিলা করা।