ইসরায়েলী সেনাদের ছোড়া গুলি ও টিয়ারশেলে সাড়ে তিনশ’র বেশি ফিলিস্তিনি আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দখলদারিত্ব ও আগ্রাসন বিরোধী মিছিলে ইসরায়েলী সেনাদের ছোড়া গুলি ও টিয়ারশেলে সাড়ে তিনশ’র বেশি বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এদিন জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনি নাগরিকদের মিছিল লক্ষ্য করে গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে ইসরাইলি বাহিনী। হামলায় ৩৭৯ জনের আহত হবার খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইদিন কাফার কাদ্দুম এবং বেইত দাজানেও ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ছাড়া হেব্রুনের মাসাফের ইয়াত্তায় অবৈধ দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষোভ পণ্ড করে দেয় ইসরাইলি বাহিনী।