ইসরায়েলের হামলায় ৩৬ শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের এলাকাগুলোয় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলে। এ হামলা থেকে বাঁচতে হাজারো মানুষ গাজা ছাড়ছে। শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৬ শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার।
বিশ্ব সংবাদমাধ্যম গুলো বলছে, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ গাজার পর পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষ শুরু হওয়ার পর কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১শ’ জন। এ ছাড়া ৯ জন ইসরায়েলিও নিহত হয়েছে এ সংঘর্ষে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়েছে এবং ফিলিস্তিনিরা পেট্রলবোমা ছুড়েছে। এ ছাড়া গাজাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।