ইসলামী বিশ্ববিদ্যালয়ে রেগিংসহ রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ

- আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরাস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রেগিংসহ সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড সভা-সমাবেশ মিছিল-মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় আবার খুলে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার- অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ কাশেম সিন্ডিকেটের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিভা বিকাশে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে অছাত্র সুলভ মনোভাব পরিহারের আহ্বান জানান। গত ২৯ জানুয়ারি ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সীতাকুন্ডের কুমিরা ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।