ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী ৪৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৮২ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ১০০, ১০১ ও ১০২তম উপশাখা এবং দেশব্যাপী ৪৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যাল মাধ্যমে সোমবার উপশাখা ও এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ৩৫৭টি শাখার মতো ১০২টি উপশাখা এবং ১৩৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন পূরণে কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের ১৬ কোটি মানুষ, জাতীয় অর্থনীতি ও প্রবাসীদের আস্থা ও নির্ভরতায় প্রতীকে পরিণত হয়েছে। তৃতীয় বারের মতো সর্বোচ্চ রেটিং ট্রিপল-এ প্রাপ্ত দেশের একমাত্র বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক সম্প্রতি ১ লক্ষ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে।