ইস্টার সানডে উদযাপন করছে দেশের খ্রিষ্টান সম্প্রদায়
- আপডেট সময় : ০৩:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
খ্রিষ্টান ধর্মানুসারে, যিশু খ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়ার তিন দিন পর পুনরায় তাঁর পৃথিবীতে আগমন ঘটে। যিশু খ্রীষ্টের পুনরাগমনের দিনটিকে খ্রিষ্টান সমাজ “ইস্টার সানডে” হিসেবে পালন করে থাকেন। সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেরও দিনটি পালন করা হয়।
স্টার সানডে খ্রিষ্ট ধর্মানুসারিদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান। দিনটি উদযাপনের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে ইস্টার সানডে প্রাতঃকালীন সভার আয়োজন করে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। করোনা মহামারীর কারণে দু’বছর পর উৎস হয়।
সটঃ উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, সাংগঠনিক সম্পাদক খ্রিষ্টান অ্যাসোসিয়েশন
তেজগাঁও গীর্জায় প্রাতঃকালীন প্রার্থনায় অংশ নেয় খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। করোনার পর দিনটিতে নিজেদের আত্মসুদ্ধির পাশাপাশি সুস্থ-সুন্দর পৃথিবীর কামনা করে তারা।
যীশু খ্রিষ্টের পুনরুত্থানের এই শক্তি সমগ্র মানবজাতির জীবনে ছড়িয়ে পড়ুক সেই কামনা ভক্তদর।
যীশুর পুনরুত্থান সকল ধর্মের সম্প্রীতির সহায়ক বলে মনে করেন অনেকে।
বিভিন্ন আনুষ্ঠানিকতার সাথে সাথে গীর্জায় গীর্জায় দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভক্তরা।