ঈদ উল আযহায় রেলের আগাম টিকেট বিক্রি শুরু ১ জুলাই
- আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঈদ উল আযহায় রেলের আগাম টিকেট বিক্রি শুরু হবে ১ জুলাই। দুপুরে রেলভবনে “রেলসেবা” নামে নতুন মোবাইল অ্যাপ উদ্বোধনের সময় এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদ যাত্রায় কালোবাজারী রোধ ও সেবার মান বাড়াবে এই নতুন অ্যাপ। এতে যাত্রীদের বিড়ম্বনা কমবে বলে আশা করেন তিনি।
ঈদুল আযহায় ঘরেফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে রেলমন্ত্রণালয়। হয়রানি ও দুর্ভোগ কমাতে ‘রেলসেবা’ নামে নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেল ভবনে সংবাদ অ্যাপের উদ্বোধন শেষে ঈদযাত্রায় আগাম টিকিট বিক্রির কথা জানান মন্ত্রী। ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। প্রথম দিন পাওয়া যাবে ৫ জুলাইয়ের টিকেট, দ্বিতীয় দিন বিক্রি হবে ৬ জুলাইয়ের টিকিট, তৃতীয় দিন ৭ জুলাইয়ের টিকিট, চতুর্থ দিন বিক্রি হবে ৮ জুলাইয়ের টিকিট এবং পঞ্চম দিনে পাওয়া যাবে ৯ জুলাইয়ের টিকিট। ৬টি কাউন্টারে সকাল ৮টা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে।
ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ মেটাতে অতিরিক্ত ৬ জোড়া ট্রেন চালু হবে । ঢাকা থেকে সারাদেশ প্রতিদিন প্রায় ২৭ হাজার টিকিট বিক্রি করা হবে। যার অর্ধেক পাওয়া যাবে অনলাইনে। আর, শুধুমাত্র স্পেশাল ট্রেনের যাত্রীদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে ।
৭ জুলাই থেকে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। আর রেল টিকিট কালোবাজারী রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়ার কথও জানান মন্ত্রী নুরুল ইসলাম সুজন।