ঈদ কেনাকাটা জমে উঠেছে নাটোর ও ফরিদপুরের মার্কেটে
- আপডেট সময় : ০৩:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
শেষ রমজানে এসে জমে উঠেছে নাটোরের মার্কেট। ক্রেতা সমাগমে মুখর সব বিপনী বিতান। করোনা সংকটের দু’বছর পর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরে খুশি সবাই। পোশাকের সাথে ম্যাচ করে কিনছেন কসমেটিকস ও জুতা। শেষ মুহুর্তে ফরিদপুরেও ভীড় বেড়েছে মার্কেটে। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
১৫ রোজা শেষে ভীড় বেড়েছে নাটোরের মার্কেটগুলোতে। দু’বছর পর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরে আনন্দিত ছোটবড় সবাই। সব শ্রেণীর মানুষ ছুটছেন নিজের পছন্দের পোশাক কিনতে বা কিনে দেবেন নিজের সন্তান-পরিজনকে।
হালফ্যাশনের সব পোশাকে ভরপুর নাটোরের সব বিপনীতে। দোকানগুলোতে সারি করে সাজানো ভারতীয় সব পোশাকে। আছে দেশি-বিদেশী পছন্দের পোশাকের পসরা।
বিক্রেতারা বলছেন, গত দুই বছর করোনা মহামারির কারনে তাদের ব্যবসা খারাপ হয়েছে। এবছর তারা আশা করেন তাদের ব্যবসা ভালো হবে।
ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে নিরাপত্তার বিষয়ে সচেতন প্রশাসন। পুলিশ সুপার জানালেন, সাদা পোশাকের পাশাপাশি ডিবি পুলিশ ও থানা পুলিশ কাজ করছেন।অতিরিক্ত মূল্যের ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ আদালতের কথা জানা গেলো।
এদিকে, ফরিদপুরে নামী দামীসহ সব ধরনের দোকানে চলছে ধুমছে কেনাবেচা। রমজানের শেষদিকে এসে সবাই যার যার পছন্দের কাপড় কিনতে কাটাচ্ছেন ব্যস্ত সময়।
দাম কিছুটা বাড়তি হলেও তা ক্রেতাদের সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মার্কেট ও বিপণীতে করোনার বিধি নিষেধ মানছেন না ক্রেতা-বিক্রেতারা।
এদিকে, ঈদকে সামনে রেখে কেনাকাটায় ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে কাজ করছে প্রশাসন।