ঈদ কেনাকাটায় কুমিল্লার খাদি দোকানগুলোতে উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৬২২ বার পড়া হয়েছে
ঈদ কেনাকাটায় কুমিল্লার খাদি দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের সাথে পাল্লা দিয়ে চলছে বেচা-বিক্রি। ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ খাদি কাপড় কিনতে বিভিন্ন জেলা থেকেও কুমিল্লা আসছেন ক্রেতারা।
ক্রেতা সমাগমে মুখর এখন কুমিল্লা নগরের কান্দিরপাড়, লাকসাম সড়ক, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকার শতাধিক খাদি কাপড়ের দোকান। এবারও চাহিদার শীর্ষে পাঞ্জাবি ও ফতুয়া। আর থ্রি–পিস, শাড়ি ও বিছানার চাদরের প্রতি আকর্ষণ মেয়েদের। দাম কম হওয়ায় স্বজনদের জন্য খাদির পোশাক কিনে স্বস্তিতে ক্রেতারা। যুগের সঙ্গে তাল মিলিয়ে পোশাকে আনা হয়েছে আধুনিকতা ও বৈচিত্র্য। বেচা বিক্রিও হচ্ছে ভাল। তবে সুতার দাম বৃদ্ধি, বিদেশি পোশাকের আগ্রাসন এবং তাঁতি কমে যাওয়ায় সরবরাহ কমেছে হাতে তৈরি খাদির। তবে বাজারে আসছে মেশিনে তৈরি খাদি কাপড়।
যুগের সাথে তাল মিলিয়ে খাদির আধুনিকায়ন ও বিশ্বেব্যাপী পরিধি বাড়াতে সহয়তা করছে বিসিক কুমিল্লা। দেশ ছাড়িয়ে কুমিল্লার খাদির খ্যাতি রয়েছে বিদেশেও। খাদি শিল্পের এই ঐতিহ্য ধরে রাখতে তাঁতীদের পৃষ্ঠপোষকতার পাশাপশি দেশি পণ্য ব্যবহারে সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।