ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান
- আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরদর্শনে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে কোন ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই, অতীতেকে মাথায় রেখে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে । আর র্যাব মহাপরিচালক জানান, যেকোনো নাশকতা ও হামলা মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও কমান্ডো টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। বিশাল এ মাঠে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
পরিদর্শন শেষে তিনি জানান ঈদ জামাতকে কেন্দ্র করে নতুন কোনো হুমকি নেই। এর পরেও নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে মাঠে নেয়া যাবে না জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু।
আর রেব মহাপরিচালক জানান, জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বাড়ানো হয়েছে।
ঈদে নগরবাসী সহ সারা দেশের মানুষের নিরাপত্তার কোন ঘাটতি নেই বলে জানান, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।