ঈদ যাত্রার চতুর্থ দিনেও ট্রেনে সিডিউল বিপর্যয়
- আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভোগান্তি নিয়েই ঢাকা ছাড়ছেন ট্রেন যাত্রীরা। ঈদ যাত্রার চতুর্থ দিনেও ট্রেনের সিডিউল বিপর্যয়ে বিড়ম্বনার শিকার হন তারা। ঈদে যাত্রীর চাপ বাড়ায় তা নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা বলে জানান স্টেশন ম্যানেজার। নিজেই স্বীকার করলেন সিডিউল বিপর্যয়ের বিষয়টি।
ঈদুল আজহার বাকি একদিন। তাই বাড়ি ফেরার এক কঠিন যুদ্ধে রাজধানীবাসী। যাওয়ার কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো যাত্রীরা।
ট্রেন যাত্রার চতুর্থ দিনেও সিডিউল বিপর্যয় মুখোমুখী যাত্রীরা। সকাল ১১ টা পর্যন্ত ১৬টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেলেও পশ্চিমাঞ্চলের ট্রেনে আসা যাওয়ায় বিপত্তি ঘটে। সুন্দরবন,নীলসাগর, কর্নফুলী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায় অন্তত ২ থেকে ৩ ঘন্টা দেরিতে। প্ল্যাটফর্মের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
বাধা বিপত্তি পেরিয়ে বাড়ি যেতে পেরে স্বস্তির কথাও জানান কেউ কেউ। ঈদকে ঘিরে যাত্রীর চাপ বেড়ে যাওয়াতেই ট্রেনে সিডিউল বিপর্যয় বলছেন স্টেশন ম্যানেজার। ট্রেন এখনো যাত্রীবান্ধব হয়ে উঠতে পারেনি দাবি যাত্রীদের। ১২ তারিখের ফিরতি টিকিট নিতে সকাল থেকে কাউন্টারে প্রচন্ড ভীড় দেখা গেছে। মহিলা কাউন্টারে শৃঙ্খলা নিয়ে অভিযোগ যাত্রীদের। ১৩ জুলাইয়ের ফিরতি টিকিট দেয়া হবে কাল, ১১ জুলাই পাওয়া যাবে ১৪ ও ১৫ জুলাইয়ের ফিরতি টিকিট।