ঈদ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা
- আপডেট সময় : ০৭:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঈদ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। সীমিত পরিসরে রাজধানীর মার্কেট ও শপিংমল খুললেও এতোদিন জমেনি বিকিকিনি। তবে ঈদের আগমুহূর্তে দৃশ্যপট বদেলে গেছে। করোনা ঝুঁকি নিয়েই চলে বেচাকেনা। ক্রেতারা বলছেন, করোনা সংকটে পরিবারের শিশুদের আবদার মেটাতেই মার্কেটে আসছেন তারা। বেচা বিক্রি কম, তবে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনার কথা বললেন বিক্রেতারা।
রাত পোহালেই ঈদ, তাইতো শেষ মুহূর্তে ধুম পরেছে ঈদ কেনাকাটায়। করোনা পরিস্থিতির কারণে এবার চিত্রটা একটু ভিন্ন । বড় বড় মার্কেট ও শপিংমল বন্ধ থাকায় খোলা মার্কেট ও দোকানে ক্রেতাদের ভিড়। কিছু জায়গায় সামাজিক দূরত্ব মানা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি।
খোলা দোকান ও ফুটপাতে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। অনেকে আবার পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সাথে নিয়ে এসেছেন শেষ দিনের কেনাকাটায়।
ক্রেতারা বলছেন, করোনা সংকটে ঈদের আনন্দ উদযাপনের বাস্তবতা নেই। তবে, পরিবারের শিশুদের আবদার মেটাতেই মার্কেটে আসা।
বিগত বছরগুলোর তুলনায় বেচা বিক্রি কম হলেও অসন্তুষ্ট নন বিক্রেতারা।
কেনাকাটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দূরত্ব মানছেন না ক্রেতারা। ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।