ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত
- আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ায় পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে দীর্ঘ অপেক্ষায় অসংখ্য যানবাহন। এতে ভোগান্তি বাড়লেও ঈদযাত্রার নানা ঝক্কি পেরিয়ে কষ্ট শেষে হাসির অপেক্ষায় হাজারো মানুষ। তিল ধারণের ঠাঁই নেই ঘাটে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট।
চালকদের দাবী সড়কের হাতিয়া থেকে সেতুর পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘন্টা। পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ১৬ টাকা।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় ধীরগতিতে চলছে যানবাহন। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। সকালে মহাসড়কের মহিপাল থেকে কুমিল্লার পদুয়া বাজার পর্যন্ত গাড়ীর গতি স্বাভাবিক আছে।
ঈদে ঘরমুখো যাত্রী ও ব্যাক্তিগত যানবাহনের উপচে পড়া চাপ দেখা যাচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। সকাল থেকে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। ব্যাক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মটর সাইকেলের সংখ্যাই বেশী।
ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। অনেকে ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে নদী পার হচ্ছেন।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে পদ্মাসেতুর কাছে বাংলাবাজার গামী একটি স্পিডবোট ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।