ঈদকে কেন্দ্র করে আবারও সক্রিয় হচ্ছে দেশি-বিদেশি প্রতারক চক্র
- আপডেট সময় : ০৮:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঈদকে কেন্দ্র করে আবারও সক্রিয় হচ্ছে দেশি-বিদেশি প্রতারক চক্র। এই পরিস্থিতিতে সবাইকে সচেতেন হবার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। লোভে না পড়ে প্রতারকদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহবান জানান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার। সংস্থার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
গত কয়েকদিন টানা অভিযান চালিয়ে পরিকল্পিত অপরাধের সাথে যুক্ত দু’টি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
দেশের বিখ্যাত ডাক্তারদের নামে ফেইজবুক একাউন্ট খুলে টেলিমেডিসিন চিকিৎসার কথা বলে প্রতারণা করছে একটি চক্র। এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এই অভিযোগে রাজধানী থেকে দুই জনকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
অন্যদিকে, ডলার ট্রিক, বিদেশি বন্ধু হিসেবে ইনভেস্টমেন্ট এবং গিফট স্ক্যামের দায়ে বাংলাদেশি ভুয়া কাস্টম অফিসারসহ ১১ বিদেশিকে আটক করেছে ডিবি। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে রাজধানীর পল্লবী ও ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোনো ব্যক্তির ভুয়া প্রলোভনে না পড়ে প্রতারক চক্র সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।