ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে ঢাকা নিউমার্কেট
- আপডেট সময় : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা নিউমার্কেট। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে বেতন পেয়েই কেনাকাটা শুরু করেছেন উৎসবপ্রেমীরা। তবে, দাম আগের তুলনায় অনেক বেশী বলে জানান ক্রেতারা। আর বিক্রেতারা জানালেন, কেনা দাম বেশী হওয়ায় দাম কিছুটা বাড়তি।
কেনাকাটার জন্য ঢাকা নগরীর ব্যস্ততম স্থান ঢাকা নিউ মার্কেট। বলা হয় সেফটিপিন থেকে স্যান্ডেল সব কেনার একমাত্র ভরসার জায়গা। উৎসবকে কেন্দ্র করে দেশের সবচেয়ে পুরোনো ঐতিহ্যবাহী এই মার্কেটে মধ্যবিত্তদের আনাগোনা সবসময়ই।
নিউ মার্কেট কমপ্লেক্সের ভেতরে চক্রাকার চত্বরগুলোতে রয়েছে বাহারি রঙের পোশাকের পসরা। এছাড়া শো-রূমগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। ক্রেতারা জানান, আগের তুলনায় দাম বাড়তি আর বিক্রেতারা জানান ভিন্ন কথা।
এছাড়া শিশুদের কাপড়ের জন্য নিউমার্কেট জনপ্রিয়তার শীর্ষে। ক্রেতাদের অভিযোগ শিশুদের পোশাকেও দাম বেড়েছে অত্যাধিক। এছাড়া বাহারী রকমের জুতোর সমাহারে ক্রেতা সমাগম দেখা যায় নিউ মার্কেটে। এখনো ক্রেতায় ভীড় না জমলেও খুব তাড়াতাড়িই বাড়বে বেচাকেনা এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের।