ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হলো নলকা সেতুর ঢাকামুখী লেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নবনির্মিত নলকা সেতুর ঢাকামুখী লেন খুলে দেয়া হয়েছে।
সকালে এলেঙ্গা-রংপুর ফোরলেন প্রকল্পের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ এখলাস উদ্দিন, উপ-ব্যবস্থাপক মোহাম্মদ শেরশাহ, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান। গত ঈদুল ফিতরের আগে সেতুটির উত্তরবঙ্গ গামী লেন খুলে দেয়া হয়। আজ ঢাকামুখী লেন খুলে দেয়া হয়। এতে উভয় লেনে যান চলাচল উন্মুক্ত হওয়ায় ঈদযাত্রা নির্ভঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।