ঈদযাত্রার চতুর্থদিনে ৫৫টি ট্রেন যাচ্ছে বিভিন্ন গন্তব্যে
- আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
সপরিবারে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বিভিন্ন বাস টার্মিনালে উপচে পড়া ভিড় না থাকলেও হালকা চাপ অনুভব করা যায়। অন্যদিকে ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে স্বস্তি জানিয়েছেন, অধিকাংশ যাত্রী।
রাজধানীতে কর্মব্যস্ত মানুষের কাছে ঈদে বাড়ি ফেরা যেন মুক্তি ও প্রশান্তির ছোঁয়া। তাই ঈদ শুধু উৎসব নয়, নগরবাসীর কাছে নাড়ির টানে গ্রামে ফেরার ভিন্ন আয়োজন।
ট্রেনযাত্রায় বেশি ভিড় দেখা যায় সব সময়। তবে এবার কমলাপুর রেলস্টেশনে প্রবেশে কড়াকড়ির কারণে চিত্র বদলে গেছে।
দিনের শুরুতে প্রথম ট্রেন রাজশাহীগামী ধুমকেতু ছেড়ে যায় রাজধানী ঢাকা। উত্তরবঙ্গের ট্রেনগুলোতেই তুলনামূলক ভিড় বেশি দেখা গেছে।
স্বস্তির ট্রেনযাত্রায় অনেকে জানান তাদের অনুভূতি।
কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রার চতুর্থ দিনে ৫৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাবে। বিনা টিকিটে ট্রেনে উঠতে দেয়া হচ্ছে না কাউকে। ছাদেও ভ্রমণ করতে দেয়া হবে না বলে জানান তিনি।
এদিকে, বাস কাউন্টারে এবারের চিত্র ভিন্ন। নেই চিরচেনা যাত্রীর চাপ, নেই ভোগান্তি। তবে যাত্রীদের কারো কারো কন্ঠে বাড়তি ভাড়া নেয়ার
অভিযোগ ছিল।
তবে বাস কাউন্টার কর্মীরা যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেন।
যাত্রী কল্যাণ সমিতির হিসেব বলছে, ঈদ উপলক্ষে এবার ঢাকা ছাড়ার তালিকায় রয়েছে প্রায় ১ কোটি বিশ লাখেরও বেশি মানুষ।