ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়
- আপডেট সময় : ০১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আগামী কয়েকদিন দৈনিক প্রায় ৫৩ হাজার যাত্রী ট্রেনে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে যাবেন।
ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সেটি ছাড়তে বিলম্ব হয়। তবে এর আগেই সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন স্টেশন ছেড়ে গেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঈদযাত্রা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। দেয়া হচ্ছে আগামী ১ মে’র ঈদ যাত্রার টিকিট। অগ্রিম টিকিট পেতে অনেকেই মঙ্গলবার থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এদিকে যাত্রীদের সুবিধার্থে নতুন করে যুক্ত হয়েছে ঈদ স্পেশাল ট্রেন। লাইনে দাঁড়ানো যাত্রীদের আশা, সবাই টিকিট নিয়েই ফিরতে পারবেন। প্রথম দিনে শিডিউল বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, শুরুর দিনে এমন দেরি হলে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।