ঈদযাত্রায় ট্রেনে ও বাসে ঘরমুখো মানুষের স্রোত

- আপডেট সময় : ০৫:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ছুটির দিনে ঈদযাত্রায় ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে ট্রেনে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষের ভিড়। স্টেশনে বেশিরভাগ মানুষ নির্দিষ্ট সময়ের আগেই পরিবার-পরিজন নিয়ে এসে অপেক্ষার প্রহর গুণছেন। ফলে প্ল্যাটফর্ম বিপুল সংখ্যক মানুষে পরিপূর্ণ। এদিন শুধুমাত্র দুটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া অন্যসব ট্রেন সময়মতো ছেড়ে গেছে বলে জানান স্টেশন ম্যানেজার।
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের এ আনন্দ আপনজনদের সাথে ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ছুটছেন মানুষ।সাপ্তাহিকসহ ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে।
সকাল থেকে রেলস্টেশনে বাড়তে থাকে মানুষের চাপ। টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ ঢোকার অনুমতি পাচ্ছে সবাই।
যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কা থেকেই অনেকে আগেভাগেই পৌছে যান স্টেশনে।
তবে আশার খবর এই যে, দুপুর অব্দি দু’টি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক সময়েই ছেড়ে গেছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটের স্থলে ৯টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ে। আর নীল সাগর দ্বিতীয় দিনে ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে।
কষ্টের পরও আপনজনদের সাথে ঈদ করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার জানান, আগের দিনগুলোর তুলনায় শুক্রবার স্টেশনে যাত্রীর চাপ বেশি। ট্রেনের সিডিউল রক্ষায় সচেষ্ট কর্তৃপক্ষ।
ঈদের আগের দিন পর্যন্ত ৪ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে মানুষের উপস্থিতি জন্য আরও দুই জোড়া স্পেশাল ট্রেন চলবে বলেও জানান, ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আমিনুল হক।