ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কামারপট্টি গুলোয়
- আপডেট সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কামারপট্টিগুলোয়। তবে করোনার কারণে বেচা বিক্রি কম হওয়ায় কামার শিল্পী ও ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। পাশাপাশি করোনার লকডাউনে সরকারি বেসরকারি কোন ধরনের সাহায্য না পাওয়ায় ক্ষুদ্ধ কারওয়ান বাজারের কামার শিল্পীরা।
পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বঁটি, ছুরি, হাঁসুয়া, কাস্তে, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি। করোবানীর ঈদকে সামনে রেখে হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে এখন মুখরিত কামারপাড়াগুলো।
তবে প্রতিবছর কোরবানীর ঈদের এই সময়টায় ক্রেতাদের ভিড় দেখা গেলোও এবার অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ানবাজারের কামারপট্টি। এর মাঝে করোবানীর জন্য নিজেদের প্রয়োজন মত ছুরি চাপাতি দেখে নিচ্ছেন ক্রেতারা।
ভেতরে কাজ করা কামার শিল্পীরা জানান, প্রতি বছরের চেয়ে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা কারণে কমেছে বিক্রি, শ্রম দিয়েও অপেক্ষা করতে হয় মুজুরীর জন্য।
শ্রমিকদের মত দোকান মালিকদের চোখে মুখেও ছিল এক রাশ হতাশা। রাজধানীর ভেতরে থেকেও লকডাউনে সরকারি বেসরকারি সাহায্যে থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরো বাড়বে, এমন আশায় বুক বেধ নিরন্তর কাজ করে যাচ্ছেন শ্রমে ঘামে টিকে থাকা লড়াকু এই মানুষেরা।