ঈদুল আজহাকে সামনে রেখে খামারগুলোতে চলছে অতিরিক্ত পরিচর্যা
- আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
দেশের সব খামারে চলছে কোরবানির পশুর বাড়তি যত্ন। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে গরুর দাম নিয়ে শংকিত মেহেরপুরের খামারীরা। দেশের বাইরে থেকে যেন দেশে গরু না আসে সে বিষয়েও জোর দাবী তাদের। আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে এবার চাহিদার তুলনায় অধিক পশু পালন করা হয়েছে বলে জানায় প্রানিসম্পদ বিভাগ।
মেহেরপুরে প্রায় প্রতিটি গ্রামে মোটাতাজাকরণের লক্ষে গড়ে উঠেছে গরুর খামার। ঈদুল আজহাকে সামনে রেখে খামারগুলোতে এখন চলছে অতিরিক্ত পরিচর্যা। দেশি গরুর সাথে এবার জেলায় শাহিওয়াল জারসি,ফিজিয়ান, ব্রাহামা প্রজাতির গরুকে প্রাকৃতিক খাবার দিয়ে গরু পালন করলেও এই সময় বাজারের কেনা খাবার দিয়ে গরুগুলোকে হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত খামারীরা।
সামান্য অযত্নে যেন ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে এখন সতর্ক খামারীরা। তবে গেলো বছরের তুলনায় গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় এবং চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি থকায় এবার গরুর দাম নিয়ে শংকিত তারা। এবারের কোরবানিতে দেশী গরুর বিক্রি বাড়াতে ভারতীয় গরুর সীমান্ত প্রবেশ বন্ধের আহ্বান জানাচ্ছেন খামারীরা।
কোরবানির ঈদ উপলক্ষে এখন থেকেই নিয়মিত খামার পরিদর্শন, ভ্যাকসিন দেয়া, প্রশিক্ষন প্রোগ্রামসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানাচ্ছে প্রানিসম্পদ বিভাগ।