ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান
- আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল সাড়ে ৮টায় হবে জামাত। এবার ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, ঢাকায় কেএনএফের জংগী তৎপরতার হুমকি না থাকলেও, জাতীয় ঈদগাহসহ রাজধানীর সব মসজিদের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ পরির্শন শেষে তারা এসব কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রতি বছরের মতো এবারও হাজারো মুসল্লি ঈদের নামাজ পড়তে আসবেন। ঈদ গাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে তিনি বলেন, এবার ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে এক সঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জামাতে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থাও করা হয়েছে। মূল প্যান্ডেলের বাইরে ৫০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন।
এরপর, ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, জাতীয় ঈদগাহসহ ঢাকা মহানগরীর ১৮৪টি ঈদগাহ ও ১৪৮৮ মসজিদের প্রতিটিকে নিরাপত্তা দেয়া হবে। রাজধানীতে জংগী সংগঠন কেএনএফের কোনো হুমকি নেই বলেও জানান হাবিবুর রহমান।