ঈদে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটন স্পটগুলো
- আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৮২১ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে সারাদেশের পর্যটন স্পটগুলো। চাঙা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। সৈকতে আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনের সাথে ছবি তুলে দিনটি উপভোগ করেন। অনেকে আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। তবে সমুদ্র সৈকতে আগত পর্যটকরা বেশিরভাগই স্থানীয় বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগত এ সকল পর্যটকের সার্বিক নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ তৎপর রয়েছে।
রাঙামাটিতে মুখর হয়ে উঠেছে জেলার পর্যটন স্পটগুলো। চাঙা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক রিসোর্ট, কাপ্তাই হ্রদ আর শুভলং ঝর্ণায়। ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকের চাপ আরো বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের দিনে পরিবার পরিজন নিয়ে ছুটি উপভোগ করতে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া ও শিমুলিয়া ঘাটে ঘুরতে আসেন অসংখ্য মানুষ। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেনীর মানুষের ঢল নামে পদ্মা পাড়ের শিমুলিয়ায়।