ঈদে রাজধানী ছেড়ে যাওয়াদের জন্য ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ঈদুল আজহায় রাজধানী ছেড়ে যাওয়াদের জন্য ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট এবারও অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে চলছে টিকিট বিক্রি। এ কার্যক্রম চলবে ৬দিন। অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হবে। এ ছাড়া যেহেতু ২৯ জুন ঈদ হবে, তাই ১ জুলাইয়ের টিকিট ২১ জুন বিক্রি করা হবে। ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। প্রথম ভাগে সকাল ৮টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় থেকে দেয়া হচ্ছে পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট।