ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
আন্তঃনগর ট্রেনে যাত্রার ১০ দিন আগেই ক্রয় করা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ থেকে এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম টিকিট কাউন্টার থেকেই কেনা যাবে। তবে ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে। রাজশাহী রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা যায়নি। রাজশাহী স্টেশনে ঈদের টিকিটের চাহিদা বরাবরই কম। চাহিদা থাকে ঈদের পর ফিরতি টিকিটের। পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ঈদুল ফিতরের অগ্রিম টিকিট কাউন্টারে বিক্রি হবে না।