ঈদের আগাম টিকিট সংগ্রহে কমলাপুরসহ রাজধানীর চার স্টেশনে নগরবাসীর ভিড়
- আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ঈদে বাড়ি যাওয়ার ট্রেন-বাস-লঞ্চ টিকিট সংগ্রহে সবাই ছুটছেন কাউন্টারে। কমলাপুরসহ বাকী চার স্টেশনে ভিড় করছে নগরবাসী। ট্রেনের আগাম টিকিট সংগ্রহে রাত থেকেই স্টেশনে ভিড় জমান হাজার হাজার যাত্রী। সেহেরি আগেই টিকিট প্রত্যাশীরা খবরের কাগজ বিছিয়ে যার যার জায়গা দখল করে নিয়েছেন। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, আবার কেউ পরিবারের সদস্য নিয়ে। সবার একটাই উদ্দেশ্য, ঈদ যাত্রার ২৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে আজকে।
টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগান বাস্তবায়নে যাত্রীদের এনআইডি-জন্ম সনদের ফটোকপি কাউন্টারে দেখিয়ে, টিকিট ক্রয় করতে হবে।
এদিকে অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে কমলাপুর রেলস্টেশনের ১৮ ও ১৯ নম্বর কাউন্টার দুটি, নারীদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে।
দূর-দূরান্ত থেকে, এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাটা তাদের জন্য ভোগান্তি বলে জানিয়েছেন নারীরা।
অনলাইনে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভার জটিলতায় পড়ছেন অনেকেই।এজন্য টিকিট পেতে স্টেশনে হাজার-হাজার টিকেট প্রত্যাশী অবস্থান নিয়েছেন।
ঈদের ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে কাটতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে স্বীকার করেছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার
কমলাপুর ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে,একজন যাত্রী চারটি বেশি টিকেট কাটতে পারবে না।
কমলাপুর রেলস্টেশন সহ মোট পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ।